PM Toilet Scheme : ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সাধারণ মানুষের জন্য একের পর এক জনমুখী প্রকল্প নিয়ে হাজির হয়েছেন বারংবার। তার উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল বিশ্বকর্মা যোজনা, সূর্যোদয় যোজনা, কিষান সম্মান নিধি ইত্যাদি। আজকে আমরা প্রধানমন্ত্রীর আরও একটি উদ্যোগ নিয়ে আলোচনা করবো। তবে এটি কোনো প্রকল্প নয়, আজ আলোচনা করব PMToilet Scheme-এর বিষয়ে। সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে।

কী এই PM Toilet Scheme?

PM Toilet Scheme হল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা একটি যোজনা যার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ দরিদ্র পরিবারকে শৌচালয় নির্মাণ করার জন্য টাকা দেওয়া হয়। বাড়িতে শৌচালয় ছাড়া দৈনন্দিন জীবন ভালোভাবে কাটানো সম্ভব নয়। তাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দরিদ্র মানুষের জীবনযাত্রাকে সহজ করে তুলতে শৌচালয় নির্মাণ।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার জন্য যে সমস্ত নথি গুলি প্রয়োজন সেগুলি হল :
১) এপিল অথবা বিপিএল ডিজিটাল রেশন কার্ড
২) ভোটার কার্ড
৩) আধার কার্ড
৪) ব্যাংকের পাসবই
৫) মোবাইল নম্বর
৬) এসসি, এসটি, ওবিসি কার্ড।

PM Toilet Scheme-এ আবেদনের পদ্ধতি

এই প্রকল্পে আবেদনের পদ্ধতি আপনাদের স্টেপ বাই স্টেপ জানানো হলো।
১. প্রথমে PM Toilet Scheme কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২. এরপর সিটিজেন কর্নার থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইএইচএইচএল অপশনটিতে ক্লিক করতে হবে।।
৩. তারপর নিউ অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করলে ফর্মটি আপনার সামনে ওপেন হবে।
৪. শেষে ফর্মটি কে নির্ভুলভাবে পূরণ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি স্ক্যান করার পরে সাবমিট করুন।

প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।

আরো খবর পড়ুন: CLICK HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *