টাটা স্টিলের তরফের ৪০ হাজার শূন্য হাতে কর্মী নিয়োগ

টাটা স্টিলের অধীনে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে, দ্রুত আবেদন করুন।

ভারতের শিল্প গোষ্ঠী গুলির মধ্যে অন্যতম ও প্রসিদ্ধ হল টাটা গ্ৰুপ। শুধুমাত্র ভারতেই নয় বাইরের বিভিন্ন দেশেও এদের বিভিন্ন কোম্পানির অজস্ত্র শাখা রয়েছে। মাঝেমধ্যেই এইসব শাখা গুলিতে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল বিভিন্ন ধরনের কাজের জন্য প্রচুর কর্মী নিয়োগ করা হয়। আর ঠিক সেই ভাবেই টাটা গ্ৰুপের অন্তর্গত টাটা স্টিলের তরফ থেকে সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি একজন বেকার চাকরী প্রার্থী হয়ে থাকেন আর টাটা স্টিলে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। নীচে এই নিয়োগের বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া:-
টাটা স্টিলের অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে টাটা স্টিলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। যেমন-

১) সবার আগে টাটা স্টিলের অফিসিয়াল ওয়েবসাইট www.tatasteel.com এ প্রবেশ করতে হবে।

২) তারপর সেখানে একটি বৈধ ই-মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে।

৪) এরপর সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে।

৫) এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে।

৬) ফর্ম ফিলাপ করা হয়ে গেলে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

৭) সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।

নিয়োগ প্রক্রিয়া:-
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই লিখিত পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদের নাম শর্টলিস্ট করে তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই লিখিত পরীক্ষা ও ডকুমেন্টস ভেরিফিকেশন এ প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে।

শূন্যপদের নাম:-
টাটা গ্ৰুপের অন্তর্গত টাটা স্টিলের তরফ থেকে সংশ্লিষ্ট সংস্থার অধীনে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে যে শূন্যপদ গুলিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেগুলি হল- ইলেকট্রিক্যাল, ফিটার, টার্নার, মেশিনিস্ট, ফাউন্ড্রি ম্যান ও কম্পিউটার ট্রেডস।

বয়সসীমা:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে ১/১১/১৯৯৪ থেকে ১/১১/২০০৬ এর মধ্যে জন্মগ্রহণ করে থাকতে হবে।

স্টাইপেন্ডের পরিমাণ:-
নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্ৰহন করার পর ITI পাস প্রশিক্ষণ কারীদের প্রতি মাসে ৮০৫০ টাকা করে এবং ডিপ্লোমা পাস প্রশিক্ষণ কারীদের প্রতি মাসে ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:-
আবেদনকারীদের মধ্যে যারা ITI পাস যোগ্যতায় আবেদন করবেন তাদেরকে ফিটার টার্নার, মেশিনিস্ট, ফাউন্ড্রি, ইলেকট্রিক্যাল ও কম্পিউটারে ITI কোর্স সম্পন্ন করে থাকতে হবে।

অন্যদিকে যারা ডিপ্লোমা পাস যোগ্যতায় আবেদন করবেন তাদেরকে মেটালার্জি, মেকানিক্যাল, প্রোডাকশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে থাকতে হবে।

আবেদনের সময়সীমা:-
টাটা স্টিলের তরফ থেকে প্রকাশিত শূন্যপদ গুলিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ এর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ১১/১১/২০২৪ থেকে শুরু হয়ে গিয়েছে যারা আবেদন করতে আগ্রহী ও যোগ্য তারা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলুন।

Leave a Comment