West Bengal Weather: দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের আশঙ্কা, ৫ জেলায় তীব্র ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

আবারো নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়া করুন পরিস্থিতি অর্থাৎ অস্থির হয়ে উঠতে চলেছে। কলকাতা আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ মে পশ্চিম-মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। এটি ৪৮ ঘণ্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তে রূপ নিতে পারে। এর ফলে হতে পারে ঘূর্ণিঝড়।

এই নিম্নচাপের প্রভাবে ২৮ মে থেকে রাজ্যের উপকূলবর্তী ও আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এর পাশাপাশি প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে।

আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়া: ৫ জেলায় জারি রেড অ্যালার্ট 

আজ শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলির কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় রেড এলার্ট জারি করা হয়েছে। এইসব এলাকায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় বা কালবৈশাখী আঘাত হানতে পারে।

বাকি জেলাগুলিতে যেমন – হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা – বয়ে যেতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি।

উত্তরবঙ্গে আংশিক প্রভাব: বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ কয়েকটি জেলায় আজ একাধিক জায়গায় বজ্রপাত, ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামীকাল অর্থাৎ শনিবার কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার একাধিক জায়গায় ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির প্রবণতা বজায় থাকবে বলে পূর্বাভাস মিলেছে।

বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলা নিম্নচাপ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় প্রভাব ফেলতে পারে। তাই আপাতত ৫ জেলার জন্য জারি হয়েছে লাল সতর্কতা। প্রতিটি নাগরিককে সতর্ক থাকার এবং সরকার ও আবহাওয়া দফতরের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment