আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় একটা ভালো সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি নেহাতই আপনার জন্য। সম্প্রতি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক সহ মোট ১৯ ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ন্যুনতম মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করে থাকলেই পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার মধ্যে যে কোনো জেলা থেকেই নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদ সম্পর্কিত বিবরণ-
শূন্যপদের নাম:-
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কুক কাম কেয়ারটেকার, অ্যাটেনডেন্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক সহ মোট ১৯ ধরনের শূন্যপদে কর্মী নেওয়া হবে।
পদ বিশেষে শিক্ষাগত যোগ্যতা:-
এক্ষেত্রে ন্যুনতম মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করা যাবে। তবে এমনও কিছু পদ রয়েছে যেগুলির জন্য আবেদন করতে হলে গ্ৰ্যাজুয়েশন বা ডিপ্লোমা বা অন্য আরও বিভিন্ন ধরনের যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ আলাদা আলাদা পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নির্দিষ্ট কোন পদের জন্য কি ধরনের যোগ্যতা থাকতে হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখান থেকে দেখে নিন।
পদ বিশেষে নির্ধারিত বয়সসীমা:-
এক্ষেত্রে প্রতিটি পদের জন্য যেমন আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তেমন ভাবেই আলাদা আলাদা পদের জন্য আবেদনের ক্ষেত্রে আলাদা আলাদা বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। মোট ১৯ ধরনের পদের মধ্যে বেশিরভাগ পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪০ বছর। তবে এমন কিছু পদ রয়েছে যেগুলির জন্য সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬২ বছর পর্যন্ত। নির্দিষ্ট কোন পদের জন্য কত বয়সসীমা নির্ধারণ করা হয়েছে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখান থেকে দেখে নিন।
বেতন কাঠামো:-
বেতন কাঠামোর ক্ষেত্রেও ওই একই নিয়ম। এক এক ধরনের পদে নিযুক্ত কর্মীদের এক এক ধরনের স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। কোন পদে নিযুক্ত কর্মীদের কত টাকা বেতন দেওয়া হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
আবেদন প্রক্রিয়া:-
রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত হওয়া সংশ্লিষ্ট শূন্যপদ গুলির প্রতিটির ক্ষেত্রেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে যেমন –
১) সবার আগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এ প্রবেশ করতে হবে।
২) তারপর সেখানে নিজের নাম, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে।
৪) এরপর সেখানে যথাযথ স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।
৫) তারপর যাবতীয় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ আরও অন্যান্য সব ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৬) সবশেষে পেমেন্ট অপশনে ক্লিক করে নির্ধারিত আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
আবেদন মূল্য:-
অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ্য প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদেরকে ১০০ টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদেরকে ৫০ টাকা করে আবেদন মূল্য জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে।
নিয়োগ প্রক্রিয়া:-
সংশ্লিষ্ট পদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে এক্সপিরিয়েন্স টেস্টের জন্য ডাকা হবে। সুতরাং ফাইনাল সিলেকসান হবে মেরিট লিস্ট, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও এক্সপিরিয়েন্স টেস্ট এই তিনটির রেজাল্ট এর উপর ভিত্তি করে।
আবেদনের সময়সীমা:-
রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ১/১০/২০২৪ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ২৮/১০/২০২৪ পর্যন্ত এবং অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়ার শেষ তারিখ হলো আগামী ১১/১১/২০২৪।
Official Notification : Download
Online Application : Click Here