পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্যে আরো একটি নতুন চাকরির আপডেট। সম্প্রতি পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে কোনো একটি নির্দিষ্ট পদে নয় একাধিক ধরনের পদে কর্মী নেওয়া হবে। রাজ্যের ২৩ টি জেলা থেকেই বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সুতরাং আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি সুবর্ন সুযোগ হতে চলেছে। চলুন আর কথা না বাড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে জেনে নেওয়া যাক।

শূন্যপদ গুলির নাম:-

পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে তিন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে যে পদ গুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল-

১) ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর
২) সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল
৩) সফটওয়্যার ডেভেলপার

বেতন কাঠামো:-

উল্লেখ্য তিনটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। যেমন –

ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ৪০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২১,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

সফটওয়্যার ডেভেলপার পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ৩৩,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

নির্ধারিত বয়সসীমা:-

পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে সর্বোচ্চ বয়সসীমা কত হতে হবে সেই বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশনে কিছু জানানো হয়নি। এই বয়সসীমার বিষয়ে বিস্তারিত ভাবে জানতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

পদ বিশেষে যোগ্যতা:-

উল্লেখ্য তিনটি পদের মধ্যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং সফটওয়্যার ডেভেলপার পদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে ফার্স্ট ক্লাস পেয়ে MCA পাস করে থাকতে হবে অথবা IT বা কম্পিউটার সায়েন্স এ ফার্স্ট ক্লাস পেয়ে B.E বা B.Tech বা M.Sc পাস করে থাকতে হবে। তার পাশাপাশি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে কমপক্ষে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং সফটওয়্যার ডেভেলপার পদের ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যদিকে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে কম্পিউটার সায়েন্সে B.E বা B.Tech পাস করে থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:-

পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত শূন্যপদ গুলিতে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য সবার আগে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in এ যেতে হবে। তারপর সেখানে নিজের নাম ঠিকানা মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর Apply Now লিঙ্কে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে ও যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই আবেদন হয়ে যাবে।

নিয়োগ পদ্ধতি:-

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্ৰ্যাজুয়েশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে লিখিত পরীক্ষা ও কোডিং টেস্টের জন্য ডাকা হবে। এতে যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা:-

পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে গত ১ লা অক্টোবর থেকে এবং তা চলবে আগামী ২৪ শে অক্টোবর ২০২৪ পর্যন্ত।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

APPLY NOW: CLICK HERE 

Leave a Comment