পশ্চিমবঙ্গের টানা বিস্তারের ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি রাজ্য। এরই মধ্যে আবার দামোদর ভেলি কর্পোরেশনের জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের বহু জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার কবলে চলে গিয়েছে। এছাড়াও টানা কয়েকদিন বৃষ্টির ফলে উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বন্যার প্রকোপ তৈরি হয়েছে যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ঘোষণা করেছেন কৃষকদের এই ক্ষতিপূরণ দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি কৃষক ১০০০ থেকে ৫ হাজার পর্যন্ত টাকা পেয়ে যাবেন। আপনি যদি এই প্রকল্পের টাকা পেতে চান তাহলে অবশ্যই বিস্তারিতভাবে এইসব খবরটি জেনে নিবেন।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জেলায় জেলায় পরিদর্শন করে এবং কৃষকদের কথা চিন্তাভাবনা করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং জানানো হয়েছে যে সমস্ত রাজ্যের কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কৃষক বীমার আওতায় শস্য বীমা টাকা দেওয়া হবে।
বেশ কিছুদিন ধরে বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করে ঘুরে ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এই তিনি দামোদর ভ্যালি কর্পোরেশনের উপর ক্ষুব্ধ প্রকাশ করে বন্যা কবলিত এলাকায় মানুষদের কথা চিন্তা ভাবনা করে তাদের পাশে দাঁড়ান এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। কত সোমবার বাঁকুড়া সহ পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকায় পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়েই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান।
বহু মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে এবং তাদের দুঃখের কথা শুনতে শুনতে কান্নায় ভেঙে পড়েন। এছাড়াও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন রাজ্যের মানুষের সেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যার যত বিঘা জমি রয়েছে এবং যত ক্ষতি হয়েছে সেই অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ক্ষতিপূরণের পাশাপাশি যাদের মাটির বাড়ি ছিল এবং ভেঙে পড়েছে তাদেরও বাড়ি তৈরি করার ব্যবস্থা করে দিবেন রাজ্য সরকার। নতুন করে একটি সমীক্ষার মাধ্যমে রাজ্যে বাড়ি তৈরীর ব্যবস্থা করে দিবেন রাজ্য সরকার।
আবেদন পদ্ধতি: শস্য বীমা প্রকল্পে আবেদন করার জন্য আপনারা গ্রাম পঞ্চায়েতে এগিয়েও আবেদন করতে পারেন এ ছাড়াও কৃষি অফিসে গিয়েও আপনারা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন।
শস্য বীমা প্রকল্পে আবেদনের কাগজপত্র: এখানে আবেদন জানাতে হলে যে সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখতে হবে সেগুলো হল-
১) আধার কার্ডের জের
২) ভোটার কার্ডের জেরক্স
৩) ব্যাংকের পাস বই জেরক্স
৪) জমির খতিয়ান অথবা পচা
৫) নিজের নামে জমি না থাকলে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র ।
৬) ফসল রোপনের শংসাপত্র