Job News

পশ্চিমবঙ্গের ভূমি দপ্তরে কর্মী নিয়োগ | WB LAND DEPARTMENT RECRUITMENT

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির। এবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা লেভেল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টটর অফিসে তরফে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। আপনারা যদি এই পদে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখবেন। তাহলে চলুন পদ সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

পদের নাম :- আমিন।

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের বয়স হতে হবে ০১/০৯/২০২৩ তারিখ অনুযায়ী ৬৪ বছরের নিচে।

বেতন :- যে সকল প্রার্থী ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অধীনে আমিন পদে চাকরি করবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১০,০০০ টাকা করে।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা নিচে দেওয়া application format ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে হবে। তারপর সেই আবেদন পত্রটি নির্ভুল ভাবে ফিলাপ করে নিতে হবে। তারপর আবেদন পত্র সহ সমস্ত প্রয়োজনে ডকুমেন্ট একটি খামে ভরে সেটি ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ এর স্থানে জমা দিতে হবে।

ইন্টারভিউ এর স্থান :- District Magistrate & Collector Dakshin Dinajpur Located at 1st floor of the Administrative Building, Balugrhat.

ইন্টারভিউ এর তারিখ :- যে সকল প্রার্থী ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা অবশ্যই ০৬/১০/২০২৩ তারিখ উপরিউক্ত ঠিকানায় পৌঁছে যাবেন। আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি চেক করে নেবেন। আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন এবং রোজ নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

OFFICIAL NOTICE: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Recent Posts

  • job recruitment

টাটা স্টিলের তরফের ৪০ হাজার শূন্য হাতে কর্মী নিয়োগ

টাটা স্টিলের অধীনে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে, দ্রুত আবেদন করুন। ভারতের শিল্প… Read More

  • West Bengal JOB

এবার ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করুন, কিভাবে করবেন দেখে নিন

এবার ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করুন, কিভাবে করবেন দেখে নিন। আমাদের… Read More

  • West Bengal JOB

টাইমস অফ ইন্ডিয়ার অধীনে ২২,০০০ টাকা বেতনে কর্মী নিয়োগ।

টাইমস অফ ইন্ডিয়ার অধীনে ২২,০০০ টাকা বেতনে কর্মী নিয়োগ। বেকার চাকরী প্রার্থীদের জন্য একটি নতুন… Read More

  • West Bengal JOB

ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মী নিয়োগ করা হচ্ছে, দ্রুত আবেদন করুন। BSF Recruitment 2024

ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মী নিয়োগ করা হচ্ছে, দ্রুত আবেদন করুন। আপনি কি একজন বেকার… Read More

  • West Bengal JOB

যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে মাধ্যমিক পাস যোগ্যতায় ৪০৩৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ

যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে মাধ্যমিক পাস যোগ্যতায় ৪০৩৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ। কেন্দ্রীয় সরকারের যন্ত্র ইন্ডিয়া… Read More

  • West Bengal JOB

পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্যে আরো একটি নতুন চাকরির আপডেট। সম্প্রতি পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ… Read More