কলকাতা সাইন্স সিটিতে কর্মী নিয়োগ: রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। বিশেষত যে সকল চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতায় ভাল চাকরি খুঁজছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, কলকাতা দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতা অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, মাসিক বেতন, নিয়োগের বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ বিস্তারিত তথ্যগুলি জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Notification No: 08/2024
Recruitment Agency: National Council of Science Museum, Kolkata
➡️ পদের নাম— Technician
মোট শূন্যপদ— ৬ টি। (UR- ১ টি, SC- ১ টি, EWS- ৪ টি।)
শিক্ষাগত যোগ্যতা— আবেদনে ইচ্ছুক আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একইসঙ্গে প্রার্থীকে NCVT অথবা SCVT স্বীকৃত যে কোনো ITI প্রতিষ্ঠান থেকে কার্পেন্ট্রি, ফিটার, ড্রাফটসমেন অথবা ইলেক্ট্রনিক্স ট্রেডে নূন্যতম ২ বছরের প্রশিক্ষণ সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে।
বয়সসীমা— আবেদন নথিভুক্ত করার শেষ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
➡️ পদের নাম— Office Assistant
মোট শূন্যপদ— ৬ টি। (UR- ৩ টি, SC- ১ টি, OBC- ২ টি।)
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে 35 wpm স্পিডে ইংরেজি এবং 30 wpm স্পিডে হিন্দি টাইপিংয়ের দক্ষতা রাখতে হবে এবং যে কোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে এই সংক্রান্ত সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে।
বয়সসীমা— আবেদন নথিভুক্ত করার শেষ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রেও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন— প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লিখিত দুই ধরনের পদের ক্ষেত্রে প্রার্থীদের বেতন শুরু হচ্ছে ১৯,৯০০/- টাকা থেকে। গ্রেড অনুযায়ী যার সর্বোচ্চ পরিমাণ হল ৬৩,২০০/- টাকা।
আবেদন পদ্ধতি— বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে আবেদন নথিভুক্ত করা যাবে এখানে। এরজন্য আবেদনকারীদের কয়েকটি স্টেপ ফলো করতে হবে। নিচে স্টেপ অনুযায়ী আবেদন পদ্ধতি বর্ণনা করা হল।
❖ প্রথমেই প্রার্থীদের ncsm.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
❖ এরপর Notice নামক ড্রপ ডাউন মেনু থেকে Recruitment অপশনটি সিলেক্ট করতে হবে।
❖ এখন স্ক্রিনে ৮ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে। এখানে ক্লিক করতে হবে।
❖ এবার একটি নতুন পেজ ওপেন হবে যার নিচের দিকে দুটি পদের জন্য APPLY ONLINE বটন দেওয়া হয়েছে।
❖ প্রার্থীরা পছন্দ অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই অপশনে ক্লিক করলে আবেদনপত্রের পেজটি খুলে যাবে।
❖ আবেদন করার পেজে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্যগুলি সঠিক সাথে পূরণ করে নিতে হবে।
❖ এরপর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
❖ সবশেষে উল্লেখিত আবেদন ফি পেমেন্ট করে আবেদনপত্র সাবমিট করে নিতে হবে।
আবেদন ফি— তপশিলি জাতিভুক্ত আবেদনকারী, মহিলা, পূর্বে কর্মরত প্রার্থী এবং শারীরিক ভাবে প্রতিবন্ধী আবেদনকারী ছাড়া অন্যান্য সমস্ত আবেদনকারীদের ৭৫০/- টাকা আবেদন ফি সহ ১৩৫/- টাকা GST বাবদ মোট ৮৮৫/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ— এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত।
Official Notification: Download Now