মাধ্যমিক পাশে বিপুল পরিমাণ শূন্য পদে MTS ও গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নিয়োগ

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সাইন্সের তরফে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতাই বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবে। তাহলে চলুন দেরি না করে পথ সম্বন্ধে এবং আবেদন কিভাবে করতে হবে সমস্ত কিছুই জেনে নেওয়া যাক।

পদের নাম :- 1.Administrative Officer :-

যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের ৫৫% নাম্বার নিয়ে স্নাতক ডিগ্রী পাস করতে হবে। অথবা মাস্টার ডিগ্রী পাস করতে হবে। যে সকল প্রার্থী আবেদন করবে তাদের আগে থেকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে বেতন দেওয়া হবে পে লেভেল ১০ অনুযায়ী।

2. Purchase Officer :-

যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের ৫৫% নাম্বার নিয়ে স্নাতক ডিগ্রী পাস করতে হবে। অথবা কমার্সের কোন সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রী পাস করতে হবে। এই পদে বেতন দেওয়া হবে পে লেভেল ১০ অনুযায়ী।

3. Assistant manager :-

যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের ৫৫% নাম্বার নিয়ে স্নাতক ডিগ্রী পাস করতে হবে। অথবা কমার্সের কোন সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রী পাস করতে হবে বা MBA করতে হবে। এই পদে বেতন দেওয়া হবে পে লেভেল ৫ অনুযায়ী।

4. Multi Tasking Staff :-

যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করবে তাদের মাধ্যমিক পাস করতে হবে। আবেদনকারীদের ড্রাইভিং জানতে হবে। এয়ার কন্ডিশনার মেরামত করতে জানতে হবে। এই পদে বেতন দেওয়া হবে পে লেভেল ১ অনুযায়ী।

বয়স :- যে সকল প্রার্থী অবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট বার করে নিতে হবে। তারপর ওই এপ্লিকেশন ফর্মটি ফিলাপ করতে হবে আবেদনকারী সমস্ত তথ্য দিয়ে এবং আবেদনপত্রে আবেদনকারীর একটি রঙিন ছবি ও নিজস্ব সিগনেচার করতে হবে । তারপর আবেদনকারী সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে আবেদনপত্র সহ একটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :- The West Bengal National University juridicial Service Dr. Ambedkar Bhavan , 12 LB Block , Sector III , Salt Lake , Kolkata – 700106.

আবেদনের শেষ তারিখ :- যে সকল ব্যক্তি আবেদন করতে ইচ্ছুক তারা ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা করে দেবেন।

আবেদন প্রক্রিয়ার সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে চেক করে নেবেন তারপরে আবেদন করবেন। আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন এবং রোজ নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a Comment