টাটা মেমোরিয়াল সেন্টারে ক্লার্ক, গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট ২৫ ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকলে এই নিয়োগ প্রক্রিয়ার দ্রুত অংশগ্রহণ করুন। আমাদের এ বিজ্ঞপ্তিতে টাটা মেমোরিয়াল সেন্টারে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি।

বন্ধুরা টাটা মেমোরিয়াল সেন্টার হল একটি সর্বভারতীয় ক্যান্সার কেন্দ্র। এখানে ক্যান্সার রোগীদের পরিষেবা প্রদান করা হয়ে থাকে। সেই কারণে সব সময় ক্যান্সার প্রতিরোধক ও ক্যান্সার গবেষণ সর্বত্রে বিরাজমান। এই ক্যান্সার সেন্টারে প্রতিনিয়তই প্রচুর কর্মী প্রয়োজন। এছাড়াও প্রতিবছর বহু বয়স্ক কর্মীদের অবসর প্রদান করা হয়ে থাকে। তাই নতুন কর্মী নিয়োগ প্রয়োজনীয়তা অনস্বীকার্য। নিম্নে উক্ত বিজ্ঞপ্তি সম্পর্ক বিস্তারিত খুঁটিনাটি তথ্য যেমন আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা প্রার্থী বাছাই প্রক্রিয়া ও আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো।

বিজ্ঞপ্তি নং:-
টাটা মেমোরিয়াল সেন্টারে গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানের বিজ্ঞপ্তি নম্বরটি হল- ACTREC/ADVT-A-4/2023

শূন্য পদের নাম:-
টাটা মেমোরিয়াল সেন্টারে সর্বমোট ২৫টি পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনার পছন্দের মত আপনার পদটিতে আপনি আবেদন করতে পারেন। নিম্নে শূন্য পদ গুলি আলোচনা করা হলো-

• অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার।

• অ্যাসিস্ট্যান্ট একাউন্ট অফিসার।

• সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট।

• নার্স।

• অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার।

• ফার্মাসিস্ট।

• টেকনিশিয়ান।

• স্টেনোগ্রাফার।

• টেকনিশিয়ান।

• লোয়ার ডিভিশনাল ক্লার্ক।

• কুক।

• ট্রেন হেল্পার।

শিক্ষাগত যোগ্যতা:-
উপরে উল্লেখিত টাটা মেমোরিয়াল সেন্টার সমস্ত শূন্য পদের ক্ষেত্রে আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সেক্ষেত্রে কিছু পদে আপনাকে মাধ্যমিক পাস, আবার কিছু পদে উচ্চশিক্ষিত জগতে চাওয়া হয়েছে। তাই শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত জানতে হলে আপনাকে এর অফিসের নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে হবে।

বয়স সীমা:-
উপরে উল্লেখিত বিভিন্ন ক্লার্ক ও গ্রুপ ডি পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী কিছু চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বয়সের ছাড় দেওয়া কথা বলা হয়েছে।

মাসিক বেতন:-
টাটা মেমোরিয়াল সেন্টারে উল্লেখিত পদ গুলোর ক্ষেত্রে চাকরি প্রার্থীদের সর্বনিম্ন 18,000 টাকা থেকে সর্বোচ্চ 44,900 টাকা পর্যন্ত দেয়া হবে। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে এই উচ্চ বেতনে উক্ত পদ গুলোতে আবেদন করতে পারেন।

আবেদন পদ্ধতি:-
এ আবেদন প্রক্রিয়া চাকরিপ্রার্থীদের অনলাইনে এর মাধ্যমে অংশগ্রহণ করতে হবে। তার জন্য সর্বপ্রথমে এর অফিসের ওয়েবসাইট https://actrec.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে তার পরবর্তীকালে সে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরের লগইন করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবে। তবে আবেদন প্রক্রিয়ার চলাকালীন লক্ষ্য রাখতে হবে চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় তথ্য যাতে ভুল না হয়। ভুল হলে পরবর্তীকালে আবেদন পত্রটি বাতিল হয়ে যেতে পারে।

নিয়োগ প্রক্রিয়া:-
এখানে আবেদনকারীর চাকরিপ্রার্থীদের ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে বাছাই করা হবে। তাই আপনার যদি একান্তই একটি ভালো বেতনের চাকরি প্রয়োজন, তাহলে দ্রুত উক্ত আবেদন পদ্ধতিতে অংশগ্রহণ করুন।

নির্বাচিত প্রার্থীদের মনোননীত স্থান:-
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার পর, যেখানে চাকরির পোস্টিং হবে সে জায়গার ঠিকানা হল-
TATA MEMORIAL CENTRE ADVANCED CENTRE FOR TREATMENT, RESEARCH AND EDUCATION IN CANCER (ACTREC)
Sector-22, Kharghar, Navi Mumbai

আবেদন ফি:-
অনলাইনে আবেদনের ক্ষেত্রে GEN, OBC, EWS পুরুষ প্রার্থীদের 300 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে। অন্যদিকে বাকি চাকরিপ্রার্থীদের কোন আবেদনটি লাগবে না।

আবেদনের শেষ তারিখ:-
এই আবেদন প্রক্রিয়া আগামী ২২ শে সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চলবে। তাই যে সকল চাকরিপ্রার্থী এখানে আবেদনের ইচ্ছুক তারা দ্রুত আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

JOIN TELEGRAM CHANNEL: CLICK HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *