LIC এর অধীনে ফ্রি ইন্টার্নশিপ ট্রেনিং করে প্রতি মাসে পান ২৮,০০০ টাকা

LIC এর অধীনে ফ্রি ইন্টার্নশিপ ট্রেনিং করে প্রতি মাসে পান ২৮,০০০ টাকা

বেকার চাকরী প্রার্থীদের জন্য LIC এর পক্ষ থেকে দুর্দান্ত খুশির খবর। এবার LIC এর অধীনে কর্মী নিয়োগ হতে চলেছে। সংশ্লিষ্ট সংস্থার তরফে সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC হল ভারতবর্ষের একমাত্র কেন্দ্রীয় সরকার অধীনস্থ জীবন বীমা সংস্থা। যার হেড অফিস রয়েছে আমাদের দেশের মুম্বাই শহরে। ১৯৫৬ সালে এই সংস্থাটি স্থাপিত হয়েছিল। ভারতের বিভিন্ন স্থানে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা এলাকার মানুষজনকে জীবন বীমার সুবিধা পৌঁছে দেওয়াই হল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC এর মুখ্য উদ্দেশ্য।

আর এবারে এই LIC এর তরফ থেকেই সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং করানোর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমাদের দেশের যে সকল বেকার যুবক যুবতীরা বিনামূল্যে এই ইন্টার্নশিপ ট্রেনিং টি করে নিজেদের জীবিকা নির্বাহের পথ প্রশস্ত করতে চান তারা এখানে আবেদন করতে পারবেন। নীচে আবেদন পদ্ধতি, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন করার শেষ তারিখ ইত্যাদির বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হয়েছে।

কোন পদের জন্য ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া হবে?
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC এর পক্ষ থেকে প্রকাশিত হওয়া এই বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের LIC এর অধীনে কনসালটেন্ট ইন্টার্ন পদে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া হবে।

কত দিনের ট্রেনিং দেওয়া হবে?
আবেদন কারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যারা এই ইন্টার্নশিপ ট্রেনিং এর জন্য নির্বাচিত হবেন তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ৬ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষন কারীকে স্টাইপেন্ড প্রদান করবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC।

কত টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে?
যে ৬ মাস প্রশিক্ষণ চলবে সেই ৬ মাস ধরে প্রত্যেক প্রশিক্ষন কারীকে প্রতি সপ্তাহে ৭,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। যা মাসিক হিসেবে হিসেব করলে হবে ২৮,০০০ টাকা।

স্টাইপেন্ড ছাড়া অন্যান্য আর কি কি সুবিধা পাওয়া যাবে?
LIC এর অধীনে এই ইন্টার্নশিপ ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড এর সুবিধা পাওয়া ছাড়াও ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং রেকমেন্ডেশন লেটার পাওয়া যাবে। এই দুটি প্রশিক্ষন কারীদের ভবিষ্যতে চাকরি পেতে সাহায্য করবে।

ট্রেনিং পিরিয়ডে কোন কোন দায়িত্ব পালন করতে হবে?
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC এর অধীনে যারা কনসালটেন্ট ইন্টার্ন পদে ইন্টার্নশিপ ট্রেনিং করবেন তাদেরকে ট্রেনিং পিরিয়ড চলাকালীন নিম্নলিখিত দায়িত্ব গুলি পালন করতে হবে। যেমন-

১) যে সকল মানুষ LIC করতে ইচ্ছুক থাকবেন তাদেরকে ফোনের মাধ্যমে LIC এর বেনিফিট অর্থাৎ সুযোগ সুবিধা গুলি বোঝাতে হবে।

২) LIC এর উপভোক্তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট সিডিউল ফিক্স করতে হবে।

৩) যে সকল কর্মীরা LIC তে নতুন নিযুক্ত হবেন তাদেরকে ট্রেনিং দিতে হবে এবং তাদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস অর্গানাইজ করতে হবে।

কিভাবে আবেদন করতে হবে?
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC এর অধীনে ইন্টার্নশিপ ট্রেনিং নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে সেগুলি হল-

১) সবার আগে LIC এর অফিসিয়াল ওয়েবসাইট lic.co.in এ প্রবেশ করতে হবে অথবা এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করেও সরাসরি আবেদন করা যাবে।

২) ওয়েবসাইটে গিয়ে সেখানে নিজের নাম মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করে যাবতীয় প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস সহ আবেদন করতে হবে।

কত দিনের মধ্যে আবেদন করতে হবে?
এই ইন্টার্নশিপ ট্রেনিং এর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১০ ই নভেম্বর ২০২৪ পর্যন্ত। তাই যে সকল বেকার যুবক যুবতীরা আবেদন করতে আগ্রহী তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন। তা না হলে সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।

Leave a Comment