আপনাদের কি বন্ধন ব্যাংকে চাকরি করার ইচ্ছা আছে ? আর আপনি কি উচ্চমাধ্যমিক পাশ করে বেকার বসে আছেন। তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখবেন। আজ আমরা বন্ধন ব্যাংকে বিভিন্ন পদ সম্বন্ধে বিস্তারিত তথ্য জানাব । আপনাদের যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই চাকরির জন্য আবেদন করতে পারেন।

পদের নাম :- বন্ধন ব্যাংকে যে পদ গুলিতে আপনারা আবেদন করতে পারবেন সেগুলি হল –
1. Back Office Executive.
2. Back Office Administration.
3. KYC verification Executive.
4. Data Entry Operator .
5. Accountant Relationship Manager.
6. Document Collection Staff.
7. Corporate Branch Banking Staff . এছাড়া আরো বিভিন্ন পদ রয়েছে বন্ধন ব্যাংকে।

 

শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী বন্ধন ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এছাড়া আরও উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবে। এছাড়া প্রার্থীদের কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে খুব ভালো।

 

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে ০৪/০৯/২০২৩ তারিখ অনুযায়ী। অর্থাৎ আবেদনকারীদের জন্ম সাল হতে হবে ০৪/০৯/১৯৯১ থেকে ০৪/০৯/২০০৫ সালের মধ্যে।

 

বেতন :- বন্ধন ব্যাংকে চাকরিরত প্রার্থীদের প্রতি মাসে ১৬,৮০০ টাকা থেকে শুরু করে ২৪,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে বিভিন্ন পদ রয়েছে তাই পদ অনুযায়ী বেতন দেওয়া হবে।

 

নিয়োগের স্থান :- বিহার , পশ্চিমবঙ্গ , ঝাড়খন্ড , উড়িষ্যা ।

 

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা NCS Website Link এ ক্লিক করুন। সেই পেজটি ওপেন হলে দেখবেন নিচে এপ্লাই নাও অপশন আছে সেখানে গিয়ে আবেদন করতে হবে। অথবা এই কন্টাক্ট ডিটেলসে গিয়ে আবেদন করতে পারেন Person Name – HR AKASH DIXIT. Mobaile Number :- 8240919549 , Email ID :- info.corporatebank@gmail.com . সরাসরি সাক্ষাৎকারের জন্য WHATSAPP 8240919549 এ বায়োডাটা পাঠান।

 

প্রয়োজনীয় ডকুমেন্ট :-
১. নিজস্ব একটি বায়োডাটা।
২. পাসপোর্ট সাইজের ছবি।
৩. এছাড়া আবেদনকারীর সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৪. আধার কার্ড ও ভোটার কার্ড।
৫. কাস্ট সার্টিফিকেট।

 

নির্বাচন প্রক্রিয়া :- এখানে আবেদনকারীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়া হবে না সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চাকরিটা নিয়োগ করা হবে।

আবেদনকারীদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা কিন্তু অবশ্যই সমস্ত ডিটেলস যাচাই করে তবেই আবেদন করবেন। আর আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন এবং রোজ নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

OFFICIAL WEBSITE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

More Job News: Click Here 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *