চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। নদীয়া জেলার কৃষ্ণনগর সদর সাব ডিভিশনের জন্য প্যারা লিগাল ভলান্টিয়ার্স পদে মোট ৩৬ জনকে নিয়োগ করা হবে। এখানে সকল পুরুষ ও নারী এবং ট্রানজেন্ডাররাও আবেদন করতে পারবেন‌‌। তাহলে চলুন আর দেরি না করে আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Notification No :- 01(PLV)/2023.

পদের নাম :- PLV বা প্যারা লিগাল ভলান্টিয়ার্স।

নিয়োগ স্থান :- নদীয়া জেলার কৃষ্ণনগর সদর।

শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এর সঙ্গে কম্পিউটার ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়স :- যে সকল প্রার্থী ১৮ বছরের উর্ধ্বে হয়ে গেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবে।

বেতন :- এখানে প্রার্থীদের প্রতিদিনের কাজের জন্য ৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া :- আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল নোটিশ টি ডাউনলোড করে নিতে হবে। এর ৩ নং পেজে আবেদন পত্র টি দেওয়া আছে সেটা প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর ফিলাপ করতে হবে। তারপর আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে একটা খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :- The Secretary , District Legal Services Authority , Nadia , Address – ADR Centre , District Judges , Court Compound , Krishnagar , Nadia , Pin – 741101.

নির্বাচন প্রক্রিয়া :- এখানে প্রার্থীদের মূলত ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ :- এই পদের জন্য প্রার্থীরা ১২/০৯/২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে চেক করে নেবেন ‌। আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

OFFICIAL NOTICE: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE

APPLICATION FORM: CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *