পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং প্রতিটি ব্লকে ব্লকে শুরু হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তাদের জন্যই অবশ্য এটি বিশাল বড় একটি সুখবর। দীর্ঘদিন পর অবশেষে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন। যারা যারা এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নিজের চাকরি সম্বন্ধে সমস্ত তথ্য ভালোভাবে দেওয়া হল।

পদের নাম: এখানে মূলত ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায়।

নিয়োগ কারী সংস্থা: এখানে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের আওতায় পশ্চিমবঙ্গের জাতীয় স্বাস্থ্য মিশন, পশ্চিমবঙ্গ সরকার।

নিয়োগ স্থান: নিয়ত করা হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় এবং প্রত্যেকটি ব্লকে ব্লকে। পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় এই কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

1. State HQ

2. Alipurduar

3. Bankura

4. Basirhhat HD

5. Birbhum

6. Bishnupur

7. Dakshin Dinajpur

8. Darjeeling GTA

9. Darjeeling SMP

10. Diamond Harbour

11. Hooghly

12. Howrah

13. Jalpaiguri

14. Jhargram

15. Kalimpong

16. Cooch Behar

17. Malda

18. Murshidabad

19. North 24 Pgns

20. Nodia

21. Nandigram HD

22. Purba Bardhaman

23. Purba Medinipur

24. Purulia

25. Rampurhat HD

26. South 24 Pgns

27. Uttar Dinajpur

28. Paschim Bardhaman

29. Paschim Medinipur

বয়স: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে।

 শিক্ষাগত যোগ্যতা: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করবেন তাদের গ্রাজুয়েশন পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে বা কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

আবেদন পদ্ধতি: এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমেই চাকরি-প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে দরখাস্ত জানাতে হবে এবং অনলাইনে আবেদনের সময় বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে। এখানে আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি হলো- https://apply.wbmsclrecruitment.in/signup

নিয়োগ পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সাধারণত একটি কম্পিউটার টেস্ট ও কিছু বেসিক নলেজ যাচাই করার জন্য ইন্টারভিউ নেওয়া হবে এবং এর ভিত্তিতে চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

এছাড়াও এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই নিচের দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়তে হবে।

OFFICIAL WEBSITE: CLICK HERE

OFFICIAL NOTICE:CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *